বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

রহমতগঞ্জকে হারিয়ে একধাপ ওপরে উঠল শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

রহমতগঞ্জকে হারিয়ে একধাপ ওপরে উঠল শেখ রাসেল

বিপিএল ফুটবলে দারুণ জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। এ জয়ে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এক ধাপ ওপরে উঠে ৭ নম্বরে অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

গতকাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে শেখ রাসেল ক্রীড়া চক্র। নিচের দিকের দল রহমতগঞ্জ প্রতিপক্ষ হলেও সতর্ক থেকেই খেলতে থাকেন দিদিয়েররা। শুরুর দিকে বেশ কটি আক্রমণ ব্যর্থ হলেও ৩৭তম মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন রিচার্ড গাডজে। ডি বক্সের ভিতরে দিদিয়েরের ব্যাকপাসে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন ঘানার ফুটবলার গাডজে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমেও দারুণ ফুটবল খেলে তারা। ৬৬তম মিনিটে দলের ব্যবধান বাড়ান দীপক রয়। শেখ রাসেলের নাইজেরিয়ান ফুটবলার ইসমাইল আকিনাদে বল নিয়ে ডি বক্সে ঢুকে পাস দিলে বাম পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন দীপক। এর দশ মিনিট পর আবারও গোল করেন দীপক রয়। ইসমাইল আকিনাদে অনেকটা পথ ড্রিবলিং করে ডি বক্সে ঢুকে ব্যাক পাস দেন গাডজেকে। ঘানার এ ফুটবলার ডি বক্সের ভিতরে পাস দিলে হেডে বল জালে জড়ান দীপক।

বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে ম্যাচের শেষদিকে পর পর দুই গোল করে পরাজয়ের ব্যবধান কমায় রহমতগঞ্জ। ৮৮তম মিনিটে রহমতগঞ্জের তাজিকিস্তানের ডিফেন্ডার আসররভ ডি বক্সের বাম দিক থেকে ফ্রি কিকে গোল করেন। যোগ করা সময়ের শেষদিকে (৯০+৫) পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-৩ করেন আসররভ। ব্যবধান কমালেও শেখ রাসেলের জয় আটকাতে পারেনি রহমতগঞ্জ।

এদিকে গতকাল বিপিএল ফুটবলে রাজশাহীতে পুলিশ এফসি ও মোহামেডান ১-১ গোলে ড্র করেছে। ২৮তম মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩২তম মিনিটে ক্রিস্টিয়ান কাউকোর গোলে সমতায় ফিরে পুলিশ এফসি। গোপালগঞ্জে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। ম্যাচের দ্বিতীয় মিনিটেই তরিকুলের গোলে এগিয়ে গিয়েছিল মুক্তিযোদ্ধা। তবে ৩৯তম মিনিটে অগাস্টিনের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। লিগে এখনো রেলিগেশনের শঙ্কায় আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ২১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা ১০ নম্বরে অবস্থান করছে।

সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে উত্তর বারিধারা। শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা হারলে এবং উত্তর বারিধারা জিতলে মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে হবে।

সর্বশেষ খবর