শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিথুন

‘এ’ দলের উইন্ডিজ সফর

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিথুন

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ ‘এ’ দলের ফটোসেশন

জিম্বাবুয়েতে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-২০ সিরিজ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টাইগাররা যখন টি-২০ সিরিজ খেলায় ব্যস্ত থাকবে, তখন মোহাম্মদ মিথুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল দুটি ৪ দিনের ও ৩ টি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। আজ সন্ধ্যায় মিথুনের নেতৃত্বে ‘এ’ দল ঢাকা ছাড়বে। সফরে মিথুনের সফরসঙ্গী সাব্বির রহমান ও সৌম্য সরকাররা। সফরে প্রথম আন অফিসিয়াল টেস্ট ৪-৭ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট ১০-১৩ আগস্ট। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। সফরের জন্য ‘এ’ দল প্রস্তুতি নেয় খুলনায়। সফরে যাওয়ার আগে গতকাল মিরপুরে মিডিয়ার মুখোমুখিতে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিথুন বলেন, ‘লাল বলে সবসময় আমাদের একটা চ্যালেঞ্জ থাকে। লাল বলে (ঘরোয়া ক্রিকেটে) সে রকম চ্যালেঞ্জ আমরা কখনও মোকাবিলা করি না। জাতীয় দলে গিয়ে আমাদের সেটার মুখোমুখি হতে হয়। এই ব্যাপারটা আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এখান থেকে আমরা কীভাবে বের হতে পারি, কীভাবে উন্নতি করতে পারি, এ নিয়ে কোচ ও ম্যানেজমেন্ট অনেক কাজ করেছেন।’ সফরে ম্যানেজার হিসেবে যাবেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল। ক্যারিবীয় ‘এ’ দলের বিপক্ষে ভালো করতে আশাবাদী কোচ মিজানুর রহমান, ‘আমাদের পক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি। খুলনায় দুটি ওয়ানডে খেলেছি, চার দিনের ম্যাচ খেলেছি। প্রস্তুতি ভালো হয়েছে।’

সর্বশেষ খবর