শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

খেলা হবে দুবাই ও শারজায়

এশিয়া কাপ

ক্রীড়া ডেস্ক

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থেকে সরেই গেল এশিয়া কাপ ক্রিকেট। অর্থনৈতিক সংকটের জন্য উত্তাল শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপের টি-২০ আসর সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আয়োজক থাকবে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভেন্যু পরিবর্তন হলেও ফিকশ্চার পরিবর্তন হয়নি। আগের মতো ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হবে। এর আগে ২০১৮ সালেও এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবারও ওয়ানডে ফরম্যাটে হলেও এবার টি-২০ বিশ্বকাপের জন্য এশিয়া কাপ হবে ২০ ওভারের। তবে বাছাইপর্ব ২০-২৬ আগস্ট।

আসরে সরাসরি খেলবে টেস্ট খেলুড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্বে অংশ নেবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর