রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

উৎসবে মাতোয়ারা বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

উৎসবে মাতোয়ারা বসুন্ধরা কিংস

ছবি : রোহেত রাজীব

পেশাদার লিগ ফুটবলের ট্রফি হাতে উৎসব করছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস অ্যারিনার গ্যালারিতে বাদ্য-বাজনা বাজিয়ে সেই উৎসবে অংশগ্রহণ করছে সমর্থকরা। অভিষেকের পর টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস। নিজ মাঠে এবারই প্রথম ট্রফি হাতে নিল দলটা। উৎসবের মাত্রা তাই একটু ভিন্ন রকমেরই ছিল। কিংসের লাল রঙ একে অপরকে মাখিয়ে দিচ্ছিলেন সমর্থকরা। গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করল বসুন্ধরা কিংস।

টানা তিন লিগ শিরোপা জয়ের উৎসব সহজেই শেষ করতে রাজি নন অস্কার ব্রুজোনরা। বসুন্ধরা কিংসের সবাই আজ সপরিবারে যাচ্ছেন গাজীপুরের একটি নামি রিসোর্টে। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করবেন রবসন রবিনহোরা। উৎসব শেষে বাড়ি ফিরবেন। আপাতত ছুটি। দীর্ঘ মৌসুমের সব ক্লান্তি দূর করে আবার ক্লাবে ফিরবেন ফুটবলাররা। শুরু হবে নতুন মিশন। এবার স্থানীয় শিরোপার পাশাপাশি আন্তর্জাতিক শিরোপাতেও চোখ বসুন্ধরা কিংসের। দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো বললেন, ‘আমরা দেশে বেশ কটি শিরোপা জয় করেছি। এবার আন্তর্জাতিক পর্যায়েও শিরোপা জিততে চাই।’ জিকোর মতো বক্তব্য তপু বর্মণেরও। মৌসুমজুড়ে তিনি খেলতে পারেননি। তবে সামনের মৌসুমে শুরু থেকেই খেলতে চান। আশা করছেন, সেপ্টেম্বরেই খেলার উপযোগী হয়ে উঠবেন।

রবসন রবিনহো নিজ দেশের পতাকা দিয়ে শরীর মুড়িয়ে শিরোপা উৎসব করলেন। নাচানাচি একটু বেশিই যেন করলেন। চলতি মৌসুমে বলতে গেলে তাঁর কাঁধেই ছিল বসুন্ধরা কিংসের দায়িত্ব। তবে রবসন বিনয়ের সঙ্গে বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা দারুণ ব্যাপার। আমাদের অনেক ইনজুরি সমস্যা ছিল। তবে স্থানীয় ফুটবলাররা বিদেশি ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। তাদের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।’

বসুন্ধরা কিংস বাংলাদেশের ফুটবলে নবদিগন্তের সূচনা করেছে। তাদের লক্ষ্য আরও অনেক দূর। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘আমাদের ফুটবলে রাতের অন্ধকার কেটে সকাল হয়ে গেছে। তবে এখনো আমাদেরকে অনেক দূর যেতে হবে।’ সামনের মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বসুন্ধরা কিংস। লক্ষ্য এবার এশিয়ান ক্লাব ফুটবলের সেরা আসরে দারুণ কিছু করা।

সর্বশেষ খবর