রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে গেলেন তামিমরা

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে সফরে টি-২০ অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে নুরুল হাসান সোহানের। আজ ও মঙ্গলবার সিরিজের আরও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫, ৭ ও ১০ আগস্ট তিনটি ওয়ানডে খেলতে শুক্রবার রতে ঢাকা ছাড়ে তামিম ইকবালের নেতৃত্বে টাইগার ওয়ানডে দল। টি-২০ স্কোয়াডে না থাকলেও ওয়ানডেতে রয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। টাইগাররা ওয়ানডে সিরিজ খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশের আত্মবিশ্বাস নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর টানা ১৯ ওয়ানডে জিতেছে টাইগাররা। সর্বশেষ হেরেছিল ২০১৩ সালে। ঢাকা ছাড়ার আগে মিডিয়ার মুখোমুখিতে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বৃদ্ধ... এটা নিয়ে ইদানীং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপাবল, তারাই সুযোগ পাবে ১৫ জনে বিশেষত। আমরা সেরা একাদশই বেছে নেব।’ তরুণ ক্রিকেটারদের বিষয়ে তামিম বলেন, ‘আমার মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজও দেখেন, তরুণরাই  খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

সর্বশেষ খবর