রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান

বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান

আগামী ৬ সেপ্টেম্বর নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। টুর্নামেন্টকে সামনে রেখে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রতে অংশগ্রহণকারী দক্ষিণ এশিয়ার সাত দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান খেলবে।

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়াম ও হালচোওয়ক স্টেডিয়ামে এবারের আসর বসবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল নক আউট পর্বে খেলবে। নারী চ্যাম্পিয়নশিপের আগেই অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ প্রতিপক্ষ হয়ে লড়বে।

নারী বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা সাফল্য পেলেও জাতীয় দলের সাফল্য নেই। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতই দাপটের স্বাক্ষর রাখছে। এবার সাবিনারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা দেখার বিষয়। তারিখ ঘোষণা হলেও তা পরিবর্তন হতে পারে সেই আভাসও দিয়ে রেখেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

সর্বশেষ খবর