সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নেমে গেল উত্তর বারিধারা

ক্রীড়া প্রতিবেদক

নেমে গেল উত্তর বারিধারা

গোপালগঞ্জে পেশাদার লিগে ম্যাচ শেষে রানার্সআপের ট্রফি হাতে ঢাকা আবাহনী -বাংলাদেশ প্রতিদিন

এক ম্যাচ বাকি থাকলেও স্বাধীনতা ক্রীড়া সংঘ পেশাদার লিগ থেকে আগেই বিদায় নিয়েছিল। অথচ এ দলই অভিষেকেই প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসকে হারায়। ২২ ম্যাচে চ্যাম্পিয়ন কিংসের এটিই ছিল একমাত্র হার। শুধু কিংস নয় আরেক শক্তিশালী সাইফকেও দ্বিতীয় লেগে হারায়। ঢাকা আবাহনী ও শেখ জামালের সঙ্গে ড্র করে। সেই দলই কিনা এসেই নেমে গেল। স্বাধীনতার পথে হাঁটল উত্তর বারিধারাও। দ্বিতীয় সর্বনিম্ন ১৪ পয়েন্ট পেয়ে তাদেরকেও ঘরোয়া ফুটবলে সবচেয়ে মর্যাদাকর আসর থেকে নেমে যেতে হলো। দুদলের ঠিকানা হবে চ্যাম্পিয়নশিপ লিগ।

নেমে যাওয়ার শঙ্কা ছিল মুক্তিযোদ্ধারও। উত্তর বারিধারা হেরে যাওয়ায় তারা বেঁচে গেল। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রানার্সআপ ঢাকা আবাহনীর কাছে ৫-২ গোলে হেরে যায় উত্তর বারিধারা। বেঁচে থাকা লড়াইয়ে তারা পাত্তাই পায়নি। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টানা তিন মৌসুমে শিরোপা বঞ্চিত আবাহনী লিগ শেষ করল। জয়ের নায়ক ডরিয়েলটন গোমেজ। হ্যাটট্রিকসহ ৪ গোল করেন তিনি। ১৮ গোল করে ডরিয়েলটন এখন চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কস গডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। এখনো থ্যাঙ্ক গড এককভাবে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন। তাঁর ১টি ম্যাচ বাকি আছে। এদিকে সাইফ লিগ শেষ করল হেরে। গতকাল তারা মুক্তিযোদ্ধার কাছে ৩-২ গোলে হারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর