সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘বসুন্ধরা কিংসের বয়স ভিত্তিক দল দরকার’

ক্রীড়া প্রতিবেদক

‘বসুন্ধরা কিংসের বয়স ভিত্তিক দল দরকার’

আবদুস সাদেক

দেশের জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনীর ফুটবলে অভিষেক হয় আবদুস সাদেকের নেতৃত্বে। খেলেছেন আজাদ, ভিক্টোরিয়া ও দিলকুশার মতো জনপ্রিয় দলে। তাঁরই প্রশিক্ষণে আবাহনী ১৯৭৭ সালে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘ফুটবল দেশের প্রধান জনপ্রিয় খেলা হওয়ার পরও করুণ হাল। ঘরোয়া আসর জাগিয়ে রেখেছিল আবাহনী ও মোহামেডানই। পেশাদার লিগ মাঠে গড়ানের পরও এ লিগের আকর্ষণ বা প্রাণ ছিল না। বলতে পারেন হওয়ার জন্য হওয়া। বসুন্ধরা কিংস আগমনের পর লিগের চেহারা পাল্টে যায়। প্রকৃত পেশাদারিত্বের দেখা মিলে কিংসের মাধ্যমে। মানসম্পন্ন বিদেশি এনে চমক দেখাচ্ছে। দক্ষ ম্যানেজমেন্ট ও পরিবেশের ফসল তারা অভিষেকের পর থেকে ঘরে তুলছে। যা অন্য কেউ পারেনি।’ তিনি বলেন, ‘বসুন্ধরা কিংসই অভিষেকেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তুলেছে। আমি তাদের অভিনন্দন জানাই। বসুন্ধরা গ্রুপ আধুনিক ক্রীড়া কমপ্লেক্স গড়ে তুলেছে। যা বর্তমানে দেশের ফুটবলে সেরা ভেন্যু। বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংস। এখানেই তারা থেমে থাকেনি। আরও বড় দুই ক্লাব শেখ রাসেল ও শেখ জামালকে পৃষ্ঠাপোষকতা করছে। ফুটবল উন্নয়নের তারা কাজ করছে। তবে আমার অনুরোধ থাকবে বসুন্ধরা কিংস যেন বয়সভিত্তিক দল গড়ে। ১২, ১৫, ১৭ ও ১৮ বয়সের ছেলেদের দল গড়ে প্রশিক্ষণে নামলে আমি নিশ্চিত দেশে নতুন নতুন ফুটবলার তৈরি হবে।’

সর্বশেষ খবর