শিরোনাম
বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জয়ে মৌসুম শেষ রাসেলের

শেখ রাসেল ৪ : ১ স্বাধীনতা কেসি

কাজী শাহেদ, রাজশাহী

জয়ে মৌসুম শেষ রাসেলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নির্ধারণ হয়ে গেছে। নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নেমেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে আগেই রেলিগেশনে পড়া পয়েন্ট টেবিলের তলানির দল স্বাধীনতা ক্রীড়া সংঘের সামনে ছিল নিজের পয়েন্ট টেবিলটা আরেকটু সমৃদ্ধ করা। আর শেখ রাসেলের লক্ষ্য ছিল নিজের অবস্থান আরেকটু উপরে নিয়ে যাওয়া। মৌসুমের শেষ ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৪-১ গোলে হারিয়ে মিশন শেষ করল শেখ রাসেল ক্রীড়া চক্র।

শেখ রাসেল তার প্রমাণ দিতে থাকেন আক্রমণভাগের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ করে স্বাধীনতাকে ব্যস্ত রাখে। তবে কাক্সিক্ষত গোল পায় খেলার ১৬ মিনিটে।  ডি বক্সের বাইর থেকে ঘানার খেলোয়াড় রিচার্ড গাডজে গোল করেন। এরপর ২১ মিনিটে আইভরী কোস্টের খেলোয়াড় ফেই জন চার্সল দিদিয়ের ও ৩৪ মিনিটে নাইজেরিয়ার খেলোয়াড় ইসমাইল দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ডি বক্সে দিদিয়েরকে ফাউল করলে রেফারি সবুজ দাস পেনাল্টির নির্দেশ দেন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৯ মিনিটে স্বাধীনতার জাহিদকে ডি বক্সে ফাউল করলে রেফারি শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টি দিলে আসিক গোল করে ব্যবধান ৩-১ করেন। শেখ রাসেলের মানিক হোসেন মোল্লা ৭৫ মিনিটে দর্শনীয় গোল করলে ৪-১ ব্যবধানে খেলা শেষ হয়। শেষ খেলায় জয়লাভ করে ষষ্ঠ স্থানে উঠে এল। ২২ ম্যাচের তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর