শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে আজ

টার্গেট টানা ২০ ওয়ানডে জয়

ম্যাচটি অধিনায়ক তামিম ইকবালের ক্যারিয়ারের ‘স্পেশাল’ হতে পারে। মাত্র ৫৭ রান করলেই বাংলাদেশে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের ৮ হাজারি ক্লাবে নাম লেখাবেন।

ক্রীড়া প্রতিবেদক

টার্গেট টানা ২০ ওয়ানডে জয়

দ্বিতীয় টি-২০ ম্যাচে বল গ্রিপ করার সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সোহান। ফলে জিম্বাবুয়ে সফর শেষ হয়ে গেছে টি-২০ অধিনায়ক নুরুল হাসান সোহানের। সিরিজ নির্ধারণী ম্যাচে সোহানের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে টাইগাররা। একজন ফিনিশারের অভাবে শুধু ম্যাচ নয়, সিরিজও হেরে যায় টাইগাররা। অথচ সিরিজে ফেবারিট হয়েই খেলেছিল বাংলাদেশ। টি-২০ সিরিজ হারের ক্ষত নিয়ে তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা আজ ওয়ানডে সিরিজ খেলতে নামছে। হারারে স্পোর্টস গ্রাউন্ডে তামিম বাহিনী চলতি বছরের চার নম্বর ওয়ানডে সিরিজ খেলতে নামবে। তিনটি সিরিজ খেলে সবগুলোই জিতেছে।

টাইগাররা আজ খেলবে সাকিব আল হাসান ও সোহানকে ছাড়া। ওয়ানডে সিরিজ খেলার লড়াইয়ে তামিম সঙ্গী হিসেবে পাচ্ছেন জুনিয়রদের সঙ্গে দুই সিনিয়র অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে। হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেননি মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেছেন মুশফিক। সুযোগ পাননি টি-২০ সিরিজে। একই অবস্থা ছিল মাহমুদুল্লাহর। শুরুতে টি-২০ সিরিজে ছিলেন না। সোহানের ইনজুরিতে শেষ ম্যাচে সুযোগ পান। আজকের ম্যাচটি আবার টাইগার অধিনায়কের ক্যারিয়ারের ‘স্পেশাল’ হতে পারে। মাত্র ৫৭ রান করলেই বাংলাদেশে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটের ৮ হাজারি ক্লাবে নাম লেখাবেন। ২২৮ ম্যাচে ৩৬.৯ গড়ে তামিমের রান ৭৯৪৩।

বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২১ সালে। তামিমের নেতৃত্বে টাইগাররা সিরিজে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকদের। সিরিজসেরা হয়েছিলেন সাকিব। কিন্তু এবার তার সার্ভিস পাবে না টাইগাররা। টাইগাররা হারারেতে খেলতে নামছে চলতি বছর টানা তিন ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। তামিম বাহিনী ফেব্রুয়ারিতে ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম। ওই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে জুলাইয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ও টি-২০ সিরিজ হারের ধাক্কা সামলে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে তামিম বাহিনী।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ হেরেছে বাজে বোলিং ও ব্যাটিংয়ে। ৫, ৭ ও ১০ আগস্ট-তিনটি ওয়ানডে খেলবে তামিম বাহিনী জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জয়ের রেকর্ড নিয়ে। দুই দেশ ১৯৯৭ সাল থেকে পরস্পরের বিপক্ষে ওয়ানডে খেলছে। প্রথমবার সিরিজ খেলেছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০-০১ মৌসুমে। ২০২১ সাল পর্যন্ত দুই দেশ ওয়ানডে সিরিজ খেলেছে ১৫টি। জিম্বাবুয়ের মাটিতে ৮টি। এবার খেলবে নবম সিরিজ। ১৫ সিরিজে বাংলাদেশের জয় ৯টি এবং জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয় ৩টি। দুই দেশ ওয়ানডে খেলেছে ৭৮টি এবং টাইগারদের জয় ৫০টি।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে তামিম বাহিনী। ১২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১০০ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। বাইলেটারাল সিরিজ বলে এর পয়েন্ট যোগ হবে না।

সর্বশেষ খবর