রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়ের পথে ইবাদত-নাঈম

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের পথে ইবাদত-নাঈম

৮০ থেকে ৮১ রানে পৌঁছান সিঙ্গেল নিয়ে। আরও একটি সেঞ্চুরির আশা জাগান লিটন দাস। দুর্ভাগ্য ড্যাসিং ওপেনারের। তখনই মাসল পুল। স্ট্রেচারে করে মাঠের বাইরে। স্ক্যানিং রেজাল্ট-ইনজুরি গ্রেড-টু। ফলে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। একই ম্যাচে বোলিংয়ের সময় পায়ে ব্যথা পান বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। লিটন মাঠের বাইরে। খেলার সংশয়াচ্ছন্ন শরিফুলের। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। ফলে ইনজুরির ধাক্কা কাটাতে টিম ম্যানেজমেন্ট ঢাকা থেকে ডেকে পাঠিয়েছেন দুই ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ ও ইবাদত হোসেনকে। নাঈম বাঁ হাতি ওপেনার এবং ইবাদত ডান হাতি পেসার। গতকাল রাত পৌনে ৮টায় ঢাকা ছেড়েছেন দুই টাইগার ক্রিকেটার। দুজনে আজ দলের সঙ্গে যোগ দেবেন। খেলার শুরুর আগেই যোগ দেবেন। কিন্তু দীর্ঘ ভ্রমণের জন্য খেলার মতো ফিট থাকবেন কি না, সেটা একটি প্রশ্ন। ইবাদত ক্যারিয়ারে ১৭ টেস্ট খেললেও রঙিন পোশাকে এখনো খেলেননি। যদিও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি। আজও না খেলার সম্ভাবনাই বেশি। কেননা, স্কোয়াডে তরুণ পেসার হাসান মাহমুদ রয়েছেন। ২৩ বছর বয়সী নাঈম ক্যারিয়ারে টি-২০ খেলেছেন ৩৪টি। একটি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। কিন্তু পারফরম্যান্স যাচ্ছেতাই। ওয়ানডেতে রান করেছেন মাত্র ১। তাকে নেওয়া একটু বিস্ময়েরই সৃষ্টি করেছে। প্রথম ম্যাচ টাইগাররা হেরে যায় ৫ উইকেটে।

সর্বশেষ খবর