রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

স্লগ ওভারের ব্যাটিং নিয়ে হতাশা

ক্রীড়া প্রতিবেদক

স্লগ ওভারের ব্যাটিং নিয়ে হতাশা

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬৪/১। এরপর ইনিংসটা আটকে গেল ৩০৩ রানে। শেষ ৫ ওভারে মুশফিক ১৬ বল থেকে করেছেন মাত্র ১৭ রান। এমনটি এই সময়ে ৫টি ডট বলও খেলেছেন মুশি। নিজের হাফ সেঞ্চুরির জন্য দলের স্কোরকে বাড়িয়ে নিতে ঝুঁকি নিতে চাননি। স্লগ ওভারে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। অধিনায়ক তামিমও স্বীকার করেছেন, অন্তত ১৫-২০ রান কম হয়েছে।

ক্যাপ্টেন বলেন, ‘যে অবস্থায় আমরা ছিলাম, অবশ্যই আরও ১৫ থেকে ২০ রান বেশি করা উচিত ছিল।’

তবে এজন্য মুশফিককে সরাসরি কিছু বলতে চান না তামিম। তিনি বরং অধিনায়ক হিসেবে তাকে আগলেই রাখলেন। ফিল্ডিং মিস কিংবা বাজে বোলিংয়ের জন্যও কাউকে দায়ী করতে চান না।  তামিম বলেন, ‘আমি এমন কেউ নই যে, আমার ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করাব।’

সর্বশেষ খবর