মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

স্থানীয়দের সেরা কিংসলে

ক্রীড়া প্রতিবেদক

স্থানীয়দের সেরা কিংসলে

শিরোপা না জেতাটা ঢাকা মোহামেডানের অভ্যাসে পরিণত হয়েছে। এবার পেশাদার ফুটবল লিগে ঐতিহ্যবাহী দলটি পঞ্চম স্থান দখল করেছে। তবে হতাশার মধ্যে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পেয়েছে। অনেকদিন পর তাদের কেউ লিগে সর্বোচ্চ গোলদাতা হলেন। গাম্বিয়ার সুলেমান দিয়াবাতে সাদা-কালো জার্সিতে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অন্যদিকে এবার স্থানীয় ফুটবলারদের এতটা বেহাল দশা যে, গোল করার দিক দিয়ে কেউ সেরা দশে নেই। আরও লজ্জাকর হচ্ছে, সংখ্যার দিক দিয়ে কোনো স্থানীয় ফুটবলার ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি।

স্থানীয়দের মধ্যে সেরা গোলদাতা হয়েছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে। নাইজেরিয়ান এ ফুটবলার বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। তাই তিনি লিগে বাংলাদেশি ফুটবলার হিসেবে খেলছেন। তার গোলসংখ্যা সর্বোচ্চ ৬টি। তবে অধিকাংশ সময়ে তাকে সাইড বেঞ্চেই দেখা গেছে। প্রথম লেগে বদলি হিসেবে নামা কিংসলের জোড়া গোলই শেখ জামালের বিপক্ষে ১-৩ গোলে পিছিয়ে থাকা কিংস ড্র করে।  স্থানীয়দের মধ্যে ৫টি করে গোল করেছেন আবাহনীর জুয়েল রানা, নাবিব নেওয়াজ জীবন, সাইফের ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ রাসেলের মো. জুয়েল। বসুন্ধরা কিংসের মতিন মিয়া, সুমন রেজা, সাইফের সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম আবাহনীর শাখায়াত হোসেন ও মুক্তিযোদ্ধার আমিনুর রহমান সজীব ৪টি করে গোল করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর