শিরোনাম
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মাঠে গড়াল বসুন্ধরা ফুটবল

‘জুনিয়র লিগগুলো নিয়মিত হওয়া দরকার। আমরা সেই চেষ্টা করব। ফুটবলার তৈরি হচ্ছে না বলে সে আক্ষেপটা রয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে অচল চাকা সচল হচ্ছে। পেশাদার ও চ্যাম্পিয়নশিপ লিগ ছাড়া কোনো আসরই নিয়মিত মাঠে গড়াচ্ছিল না। এবার অনেকে আশাবাদী এ অবস্থা আর থাকবে না। বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান ঢাকা মহানগরী লিগ কমিটির সভাপতি হওয়ার পরই সব বদলাতে শুরু করেছে। অনেকদিন পর সাড়া জাগিয়ে পাইওনিয়ার লিগ শেষ হয়েছে। লিগ ঘিরে কোনো ক্লাবেরই অভিযোগ ছিল না। গতকাল থেকে আবার বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের পর্দা উঠেছে। বসুন্ধরা কিংস অ্যারিনায় আসরের উদ্বোধন করেন ইমরুল হাসান। উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। তারা ২-১ গোলে হারায় বিক্রমপুর কিংসকে। বিজয়ী দলের ইমন হোসেন, আলসিরাদ ও বিজিতের মো. সুমন গোলগুলো করেন। প্রথম বিভাগ লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ৪-১ গোলে হারিয়েছে দিলকুশাকে।

উদ্বোধনী ম্যাচ শেষে ইমরুল বলেন, ‘জুনিয়র লিগগুলো নিয়মিত হওয়া দরকার। আমরা সেই চেষ্টা করব। ফুটবলার তৈরি হচ্ছে না বলে সে আক্ষেপটা রয়েছে। আমার বিশ্বাস, তা থাকবে না জুনিয়র লিগ নিয়মিত হলে। তবে এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।’

সর্বশেষ খবর