শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দেশে ফিরেছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরেছেন টাইগাররা

ফেবারিট হয়ে জিম্বাবুয়ে উড়ে গিয়েছিল বাংলাদেশ। গতকাল বিকালে দেশে ফিরেছে টি-২০ ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে। এই প্রথম আফ্রিকান দেশটির কাছে টি-২০ সিরিজে হেরেছে টাইগাররা। ২০১৩ সালের পর প্রথমবারের মতো হেরেছে ওয়ানডে সিরিজ। দল দেশে ফিরলেও আসেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ আসেননি। এসেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ ম্যাকডারমট। তিন ম্যাচের টি-২০ সিরিজ টাইগাররা হেরে যায় ২-১ ব্যবধানে। ওয়ানডেতে সিরিজ হার মানে একই ব্যবধানে। গতকাল ঢাকায় পা রাখার পর মিডিয়ার মুখোমুখিতে এনামুল হক বিজয় জানান প্রথম ওয়ানডে হেরে গোটা দল সারপ্রাইজড হয়েছিল, ‘প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে সারপ্রাইজড হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব, সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল।’ প্রথম ওয়ানডেতে ৩০৩ রান করেও হেরেছিল সিকান্দার রাজা ও ইনোসন্ট কাইয়ার জোড়া সেঞ্চুরিতে। দ্বিতীয় ম্যাচও ২৯০ রান করে হেরে যায় সিকান্দার রাজা ও রেগিস চাকাভার জোড়া সেঞ্চুরিতে। তবে শেষ ওয়ানডে জিতেছিল তামিম বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে দল নার্ভাস ছিল বলেন এনামুল, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা এগোচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে, এই একটা সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর