শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ব্রাভোর ৬০০

ক্রীড়া ডেস্ক

বয়স ৩৯ ছুঁই ছুঁই। এখনো ক্রিকেট খেলছেন। ডোয়াইন ব্রাভো; ওয়েস্ট ইন্ডিজের অললাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না। বন্ধু ক্রিস গেইলের সঙ্গে পাল্লা দিয়ে সারা বিশ্বে টি-২০ লিগগুলোতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। পরশু নতুন একটি মাইলফলক গড়েছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো টি-২০ ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন। টি-২০ ক্রিকেটে আর কোনো ক্রিকেটারের ৫০০ উইকেট নেই। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এ বৃহস্পতিবার নদার্ন সুপারচার্জার্সের হয়ে ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে ম্যাচে এ মাইলফলক গড়েন।

ম্যাচ শুরু করেছিলেন ব্রাভো ৫৯৮ উইকেট নিয়ে। ১৬ বছরের ক্যারিয়ারে ৬০০ উইকেট শিকার করেন ইংল্যান্ডের স্যাম কুরানকে বোল্ড করে। ‘দ্য হান্ড্রেড’ ১০০ বলের ক্রিকেট। কিন্তু রেকর্ড বুকের পরিসংখ্যানে টি-২০ হিসেবেই বিবেচিত হবে। বর্তমানে ব্রাভোর উইকেট ৫৪৫ ম্যাচে ৬০০। দুইয়ে আছেন আফগানিস্তনের লেগ স্পিনার রশিদ খান। ২৩ বছর বয়সী আফগান লেগ স্পিনারের উইকেট ৩৩৯ ম্যাচে ৪৬৬টি। তিনে আরেক ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিনের উইকেট ৪২২ ম্যাচে ৪৬০টি। দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির চারে। উইকেট ৩৫৮ ম্যাচে ৪৫১। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান রয়েছেন পাঁচে। বাঁ হাতি স্পিন অলরাউন্ডারের উইকেট ৩৬৭ ম্যাচে ৪১৮।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর