মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আর্চারিতে সোনা না রুপা

আর্চারিতে সোনা না রুপা

বাছাইপর্ব পেরিয়ে পদক জয়ের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের আর্চাররা। গতকাল তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত ইসলামি সলিডারিটি গেমসে আর্চারি ডিসিপ্লিনের কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে ৭২০ এর মধ্যে বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৫ স্কোর করে দশম। রোমান সানা ১১ ও সাগর ইসলাম ১৬তম স্থান দখল করেন। কম্পাউন্ড মহিলা এককে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুঁড়ে রোকসানা আক্তার পঞ্চম, শ্যামলী রায় ৬ষ্ঠ, পুষ্পিতা জামান ৮ম স্থান দখল করেন। কম্পাউন্ড মহিলা এককে নকআউট রাউন্ডে জয়ী হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন রোকসানা ও শ্যামলী।

এদিকে পুরুষ এককে নকআউট পর্বে হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম ও রোমানসানা শেষ আটে খেলবেন। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে পুষ্পিতা, রোকসানা ও শ্যামলী রায় তুরস্কের প্রতিপক্ষদের বিপক্ষে আগামীকাল সোনা জিততে লড়বেন। সে ক্ষেত্রে আর্চারিতে পদক জেতা নিশ্চিত হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর