বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ভারতকে ছাড়াই হবে মেয়েদের সাফ!

ভারতকে নিষিদ্ধ করেছে ফিফা

ক্রীড়া প্রতিবেদক

আদালতের নির্দেশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে নতুন কমিটি হয়েছিল। কিন্তু তৃতীয়পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এএফসি ও ফিফার প্রতিনিধিরা ভারতে এসে ফুটবল কর্তাদের সঙ্গে আলোচনা করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ তৈরি করে দেয়। এদিকে ভারতের আদালত থেকে নির্দেশনা আসে দ্রুত নির্বাচন করতে। এসব টানাপড়েনে গতকাল ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা। এতে অনেক কিছুই বদলে যেতে পারে। ফুটবলের বেশকিছু টুর্নামেন্টে আসতে পারে বড় ধরনের পরিবর্তন।

সামনের অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। নিষেধাজ্ঞার ফলে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিল। ফিফা এখন থেকেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে। এদিকে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। এ টুর্নামেন্ট ভারতকে ছাড়াই আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাফ কর্তৃপক্ষ। গতকাল সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আমাদের কাল (আজ) মিটিং আছে। এখানেই নতুন ফিকশ্চার নিয়ে সিদ্ধান্ত হবে।’ ফিফার নিষেধাজ্ঞার ফলে অটোমেটিকভাবেই ভারত সাফ খেলতে পারবে না বলে জানান তিনি।

সর্বশেষ খবর