বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-তুরস্ক প্রীতি গলফ

ক্রীড়া প্রতিবেদক

তুরস্কের আনতলিয়া শহরের আনতলিয়া গলফ ক্লাব এবং টাইটানিক গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ-তুরস্ক প্রীতি গলফ টুর্নামেন্ট। দি টাইগার্স গলফ ক্লাবের আয়োজনে ১২-১৬ আগস্ট অনুষ্ঠিত এই প্রীতি গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ঝুয়াঙ লিফেঙ লিও। রানার্সআপের ট্রফি জিতেছেন বাংলাদেশের মোয়াজ্জেম। মেয়েদের মধ্যে সেরা হয়েছেন লুনা সরকার।

ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান কেদার লেলেসহ বাংলাদেশ ও তুরস্কের প্রায় ৫০ জন গলফার এ টুর্নামেন্টে অংশ নেন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান, দি টাইগার্স গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার (অব.) মনজুর কাদের এবং পিটার কোসহ অন্যরা এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বরে দি টাইগার্স গলফ ক্লাব এবং বাংলাদেশের ইন্দোনেশিয়া দূতাবাসের যৌথ উদ্যোগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আন্তর্জাতিক প্রীতি গলফ টুর্নামেন্ট।

সর্বশেষ খবর