বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঝুলে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ!

ক্রীড়া প্রতিবেদক

ঝুলে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ!

নিয়ম না মেনে ফুটবল ফেডারেশন পরিচালনা করায় ভারতকে নিষিদ্ধ করেছে ফিফা। এ অবস্থায় তারা ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো আসরেই অংশ নিতে পারবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ফেডারেশনে কমিটি গঠন করার পরই ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। ভারত নিষিদ্ধ হওয়ায় সাফের টুর্নামেন্ট হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ৬-৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে নারী সাফ চ্যাম্পিয়নের সূচি ঘোষণা করা হয়েছে। ৫-১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফিকশচারও তৈরি হয়েছে। ভারত দুটি টুর্নামেন্টেই অংশ নেবে। তাই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আর দেরি করেনি। গতকাল জরুরি ভিত্তিতে ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন সব সদস্যের মতামত নেন। সবাই ভারতের জন্য অপেক্ষার ব্যাপারে মত দেন। তবে বেশি দিন নয় সাত দিনের জন্য।

সাফের মহাসচিব আনোয়ারুল হক হেলাল বলেন, ভারতের নিষিদ্ধ হওয়াটা সাফের জন্য বড় ধাক্কা। তাহলে কি নারী সাফ চ্যাম্পিয়নশিপ ঝুলে যাচ্ছে? হেলাল বলেন, ‘কোনো মতেই না। আমরা ৭ বা আরও কয়েকদিন ভারতের জন্য অপেক্ষা করব। অনলাইনে কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে সব সদস্যই এ মত দিয়েছেন। ৬ সেপ্টেম্বর থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শুরুর তারিখ নির্ধারণ হয়েছে আগেই। তবে প্রয়োজন পড়লে সাফ পেছানো যেতে পারে। ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তাদের ছাড়াই দুটি টুর্নামেন্ট হবে। সাফের কর্মসূচি ঠিক মতো চলবে।’

সর্বশেষ খবর