শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাকিবের প্রশংসায় পাপন

‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহানের সঙ্গে কথা হয়, লিটন দাসের সঙ্গে হয়। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে (গতকাল) জানতে চাচ্ছিলাম যে, এশিয়া কাপ নিয়ে সাকিবের কী মনে হচ্ছে? একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো অবশ্য সবসময়ই আত্মবিশ্বাস থাকে। এই মুহূর্তে বেশি এটা জরুরি।’

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের প্রশংসায় পাপন

বেটিং অনলাইন ও ক্যাসিনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিসিবির চক্ষুশূল হয়েছিলেন সাকিব আল হাসান। তার চুক্তির বিপক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কঠোর অবস্থান নিয়ে জানিয়েছিলেন, ক্রিকেট না হয় বেটউইনারকে বেছে নিতে। ক্রিকেট বেছে নেন সাকিব। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করায় সাকিবের হাতে টি-২০ অধিনায়কের দায়িত্ব তুলে দেয় বিসিবি। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে টাইগাদের নেতৃত্ব দেবেন তিনি। টাইগার অধিনায়কও সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছেন। দলের অনুশীলন শুরু না হলেও তিনি শতভাগ ফিট হতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। টাইগার অধিনায়কের সঙ্গে নিয়মিতই কথা বলেন বিসিবি সভাপতি। গতকাল মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে তিনি কথা বলেন সাকিব, ব্যাটিং কোচ জেমি সিডন্স, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এশিয়া কাপ নিয়ে কথা বলেন। মিডিয়ার মুখোমুখিতে বোর্ড সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন সাকিবের মধ্যে আত্মবিশ্বাসের ছাপ দেখে আশ্বস্ত, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহানের সঙ্গে কথা হয়, লিটন দাসের সঙ্গে হয়। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে (গতকাল) জানতে চাচ্ছিলাম যে, এশিয়া কাপ নিয়ে সাকিবের কী মনে হচ্ছে? একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো অবশ্য সবসময়ই আত্মবিশ্বাস থাকে। তবে এই মুহূর্তে বেশি জরুরি এটা থাকা।’

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই দুর্বল। চলতি বছর সর্বশেষ দুটি টি-২০ সিরিজ হেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের কাছেও হেরেছে। জয় খুব বেশি নেই। সর্বশেষ ১৪ টি-২০ ম্যাচে জয় সাকল্যে দুটি। গত টি-২০ বিশ্বকাপের পর টাইগাররা দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তানের কাছে, সিরিজ ড্র করেছে আফগানিস্তানেরর সঙ্গে, সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে। এশিয়া কাপে গ্রুপপর্ব পার হওয়া বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিসিবি সভাপতি চাইছেন ক্রিকেটাররা যেন নিজেদের ওপর বিশ্বাস রাখেন, ‘জিততে পারব, এই বিশ্বাস থাকতে হবে। হার-জিত নিয়ে আমার কথা নেই। কিন্তু জিততে পারব, এ বিশ্বাস খেলার মধ্যে থাকা জরুরি। দলে এটা দেখতে পেরে আমি খুশি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর