শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে না’

ক্রীড়া প্রতিবেদক

‘ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে না’

রোহিত শর্মা

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা বেন স্টোকস ঠাসা সূচির কারণে ওয়ানডে থেকে অবসর নেওয়ার পরই ক্রিকেট বিশ্বে আলোচনা হচ্ছে, ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। অনেকে বললেন, ৫০ ওভারের ক্রিকেট খুব দ্রুতই হারিয়ে যাবে। তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমার নাম-যশ হয়েছে ওয়ানডে ক্রিকেট দিয়ে। ওয়ানডে হারিয়ে যাবে কি না এ আলোচনার কোনো ভিত্তি নেই। মানুষ আগে টেস্ট ক্রিকেট নিয়েও এমনটা বলেছে। কিন্তু টেস্ট ক্রিকেট তো আর হারিয়ে যায়নি। আমার মতে, তিন ফরম্যাটের ক্রিকেটেরই অনেক গুরুত্ব আছে।’

অনেকেই বলেন, দর্শকরাও ওয়ানডে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। কিন্তু রোহিত তেমনটা মনে করেন না। ভারতের অধিনায়ক বলেন, ‘যখনই আমরা ওয়ানডে খেলি, গ্যালারি পরিপূর্ণ থাকে। রোমাঞ্চ-উত্তেজনা থাকে বাঁধভাঙা। কে কোন সংস্করণ খেলবে, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার।’

রোহিত শর্মার অনেক রেকর্ড আছে ওয়ানডেতে। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস তার। এ ছাড়া একাধিক ডাবল সেঞ্চুরি আছে তার ওয়ানডেতে। ‘ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে না। কিংবা অন্য কোনো ফরম্যাটের ক্রিকেট হারিয়ে যাবে এমনটাও আমি বলতে পারি না।’ দিন টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। আর বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করছে। খুব কম সময়ে খেলে ক্রিকেটাররাও অনেক বেশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এ কারণেই আন্তর্জাতিক সূচি নিয়ে টানাপোড়েন চলছে। রোহিত শর্মা বলেন, ‘জাতীয় দল রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা নিয়ে লোকে কী ভাবছে, আমি জানি না। আরও দশটা লিগ আসতে পারে। সময়ই বলে দেবে, ক্রিকেটাররা কোন পথে হাঁটবে।

সর্বশেষ খবর