শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টি-২০তে পরিবর্তনের ডাক

ক্রীড়া প্রতিবেদক

টি-২০তে পরিবর্তনের ডাক

বাংলাদেশ দলের সবচেয়ে ব্যর্থতার ফরম্যাট হচ্ছে টি-২০! এখানে সাফল্য নেই বললেই চলে। তবে এবার এশিয়া কাপকে সামনে রেখে পরিবর্তনের ডাক দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হঠাৎ হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্টেডিয়ামে প্রায় ১ ঘণ্টা উপস্থিত ছিলেন তিনি। সে সময় কথা বলেন টাইগারদের নতুন টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান, ব্যাটিং কোচ জেমি সিডন্স ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ক্রিকেটারদের অনুশীলন অনুসরণ করেন। হার্ড হিটিং ব্যাটিং নিয়ে কথা বলেন। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে টাইগার টি-২০ অধিনায়ক সাকিবকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসীও বলেন। পাওয়ার হিটিংয়ে ক্রিকেটারদের ‘ছক্কা’ মারা শেখাবেন সিডন্স, জানান বিসিবি সভাপতি। এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু গতকাল হঠাৎই পাল্টে যায় সব। টি-২০ ক্রিকেট আমূল পাল্টে দিতে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টি-২০ ক্রিকেটে ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ নিয়োগ দিয়েছে বিসিবি। এ ঘোষণার পর পরিষ্কার টি-২০ ক্রিকেটে কোচ রাসেল ডমিঙ্গোর আয়ুষ্কাল শেষ! যদিও বিসিবি স্পষ্ট করেনি বিষয়টি। তবে ধারণা করা যাচ্ছে, টি-২০ ক্রিকেটে পারফরম্যান্সের গ্রাফ ওপরের দিকে টেনে তুলতে ডমিঙ্গো নন, শ্রীরামের হাতেই সাকিবদের দায়িত্ব তুলে দিতে চাচ্ছে বিসিবি।

বেশ কিছুদিন ধরে ক্রিকেটপাড়ায় গুঞ্জন, টি-২০ ক্রিকেটে ডমিঙ্গোকে টাইগারদের কোচ রাখতে চাইছে না বোর্ড। দক্ষিণ আফ্রিকান কোচকে দায়িত্ব দেওয়া হবে শুধু টেস্ট ও ওয়ানডেতে। শ্রীরামকে নিয়োগ দিয়ে সে পথেই হাঁটা শুরু করেছে বিসিবি। ভারতের পক্ষে মাত্র আটটি ওয়ানডে খেলার অভিজ্ঞ শ্রীরাম টি-২০ ক্রিকেটে পরিচিত মুখ। অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন। দেশটির ‘এ’ দলের কোচিং করিয়েছেন। আইপিএলের পরিচিত মুখ তিনি। তাঁর মতো অভিজ্ঞ একজনকে টি-২০ কনসালট্যান্ট হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে এশিয়া কাপসহ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। এশিয়া কাপে হয়তো তিনিই হবে মূল কোচ। তবে সবকিছু নির্ভর করছে মঙ্গলবারের ওপর। শ্রীরামের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘শ্রীরামকে আমরা শর্ট লিস্টে রেখেছিলাম। আগামীকাল দুপুরে তাঁর আসার কথা। নিশ্চিতভাবেই প্রধান কোচ হিসেবে আসছেন না। তিনি আসছেন টেকনিক্যাল কলসালট্যান্ট হিসেবে। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তিনি।’

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে টাইগারদের পারফরম্যান্স খুব খারাপ নয়। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন শক্তিশালী প্রতিপক্ষ। তবে টি-২০ ক্রিকেটে পারফরম্যান্স যাচ্ছেতাই। সর্বশেষ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেললেও জয়ের দেখা পায়নি। এমনকি প্রথম রাউন্ডেও হারের তিক্ত স্বাদ নিয়েছে। টি-২০ বিশ্বকাপের পর চারটি টি-২০ সিরিজ খেলেছেন টাইগাররা। একমাত্র সিরিজ ড্র করেছেন আফগানিস্তানের সঙ্গে। ঘরের মাঠে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছেন। এ ছাড়া হেরেছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে। ১৪ টি-২০ ম্যাচের মধ্যে জয় সাকল্যে দুটি। একটি আফগানিস্তান ও একটি জিম্বাবুয়ের বিপক্ষে।

২৭ আগস্ট টি-২০ এশিয়া কাপ শুরু। সাকিব বাহিনীর প্রথম ম্যাচ ৩০ আগস্ট। এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপ। দুটি আসরে সাফল্য পেতে মরিয়া সাকিব বাহিনী। অথচ দলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। দলের সবচেয়ে বড় সমস্যা দলে নেই কোনো হার্ড হিটিং ব্যাটার। যে-কোনো সময় ছক্কা হাঁকানোর কোনো ব্যাটারও নেই। হার্ড হিটিং শেখানোর কাজটি করতে চাইছেন জেমি সিডন্স। যদিও অস্ট্রেলিয়ান কোচ জুনিয়রদের নিয়ে কাজ করতে আগ্রহী বেশি। ডমিঙ্গোকে দিয়ে কাজ হচ্ছে না বলে বিসিবি উড়িয়ে আনছে শ্রীরামকে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ের পর কোচ হিসেবে কাজ শুরু করা শ্রীরামের দায়িত্ব এখন অনেক বেশি। প্রথম কাজ হবে সেরা পারফরমার খুঁজে বের করা। দ্বিতীয় কাজ টি-২০-উপযোগী ক্রিকেটার তৈরি এবং টি-২০ আদলের ক্রিকেটার প্রস্তুত করা। যাতে সময়ে-অসময়ে চার-ছক্কা হাঁকাতে পারেন। শুধু ব্যাটিং নয়, বোলিং ও ফিল্ডিং বিভাগের উন্নতিতেও ৪৬ বছর বয়সী শ্রীরামকে চ্যালেঞ্জ নিতে হবে। বিসিবি সভাপতি তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন, ‘কতগুলো বিবেচনায় তাঁকে আনা হয়েছে। আইপিএল দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যাঁর হাই গ্রেড টি-২০ অভিজ্ঞতা আছে। এটা একটা কারণ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর