শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘সাকিব অধিনায়ক হলে অন্য কোনো ইস্যু থাকে না!’

ক্রীড়া প্রতিবেদক

‘সাকিব অধিনায়ক হলে অন্য কোনো ইস্যু থাকে না!’

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি এবার টি-২০তে পরিবর্তনের ডাক দিয়েছে! সংক্ষিপ্ত ফরম্যাটে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের অস্ট্রেলিয়া প্রবাসী কোচ শ্রীধরন শ্রীরামকে। তবে সাকিব আল হাসানকে অধিনায়ক করার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন অনেক নির্ভার। তিনি বলেন, ‘দলের মানসিকতাকে বদলাতে বড় ধরনের ঝাঁকুনি দিতে হয়। অধিনায়ক পরিবর্তন করা ছিল প্রধান ধাপ। বোর্ড সভাপতি বলেন, ‘সাকিব অধিনায়ক হলে কোচ কিংবা অন্য কোনো ইস্যু থাকে না। সেরা একাদশ ও নিজেই বেছে নেয়। অবশ্যই কোচের সঙ্গে পরামর্শ করে। কোচ প্রাধান্য দেয় অধিনায়ককে। তার পরিকল্পনা সাকিবের কাছে ব্যাখ্যা করে।’

সর্বশেষ খবর