শিরোনাম
শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

লর্ডস টেস্ট

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

জো রুটের জায়গায় বেন স্টোকসকে ইংল্যান্ডের সাদা পোশাকের দায়িত্ব দেওয়া হয় চলতি বছরের জুনে। এরপর থেকে স্টোকসের অধিনায়কত্বে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড এগিয়ে চলেছে দুর্দমণীয় গতিতে। ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। স্থগিত হয়ে যাওয়া সিরিজের শেষ টেস্টে ভারতকে হারায়। এবার ঘরের মাঠে আতিথেয়তা দিচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। টানা চার টেস্ট জয়ের পর স্টোকস বাহিনী প্রথম হারের স্বাদ পেল। লর্ডসে ৩ টেস্ট সিরিজের প্রথমটি ইংল্যান্ড হেরেছে ইনিংস ব্যবধানে। আড়াই দিনে দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতেছে ইনিংস ও ১২ রানে। এ নিয়ে ইংল্যান্ডকে তৃতীয়বার ইনিংস ব্যবধানে হারাল প্রোটিয়ারা। এর আগে ২০১০ সালে জোহানেসবার্গে ইনিংস ও ৭৪ রানে এবং ২০০৩ সালে লর্ডসে আফ্রিকা জিতেছিল ইনিংস ও ৯২ রানে। টেস্টটি আবার ফাস্ট বোলার কাগিসো রাবাদার জন্য স্পেশাল। দক্ষিণ আফ্রিকার সপ্তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন রাবাদা। প্রথম ইনিংসে স্টোকস বাহিনীর সংগ্রহ ছিল ১৬৫ রান। জবাবে ডিন এলগারের দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৩২৬ রানে। সর্বোচ্চ ৭৩ রান করেন সারেল আরউই। মার্কো জেনসেন

৪৮, কেশব মহারাজ ৪১ রান করেন। ইংলিশদের পক্ষে ৩টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও স্টোকস। ১৬১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ফের বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এনরিখ নর্টজে, রাবাদা, মহারাজ ও মার্কো জেনসেনের সাঁড়াশি বোলিংয়ে ৩৭.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান করেন ওপেনার অ্যালেক্স লিস ও স্টুয়ার্ট ব্রড।  

সর্বশেষ খবর