রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
পুরোদমে অনুশীলন টাইগারদের

কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ডের

পেসারদের ইনজুরি

ক্রীড়া প্রতিবেদক

কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ডের

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০ ওভারের ফরম্যাটে। আসরে বাংলাদেশের খেলা ৩০ আগস্ট। আসরের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট।

২৭ আগস্ট শুরু এশিয়া কাপ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ২০ ওভারের ফরম্যাটে। আসরে বাংলাদেশের খেলা ৩০ আগস্ট। আসরের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ম্যানেজমেন্ট। আসরের অনুশীলন শুরু হয়েছে গতকাল। অনুশীলনে যোগ দিয়েছে পুরো স্কোয়াড। অনুশীলনের প্রথম দিনই গোড়ালিতে ব্যথা পেয়েছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ। এর ফলে এশিয়া কাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ডান হাতি পেসারের। ইনজুরির জন্য দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন হাসান। জিম্বাবুয়ে সফরে ফেরেন এবং দারুণ পারফরম্যান্স করেন। ফলে প্রথমবারের মতো সুযোগ পান এশিয়া কাপে। স্কোয়াডে হাসান ছাড়াও রয়েছেন আরও ৪ পেসার-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। ইবাদত প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-২০ স্কোয়াডে। সাইফুদ্দিন ফিরেছেন ইনজুরি কাটিয়ে। এদের নিয়ে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তির ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। প্রোটিয়া ফাস্ট বোলারের তত্বাবধানে আগের চেয়েও বেশি ক্ষুরধার হচ্ছেন টাইগার পেসাররা। টাইগার পেসারদের হাতে কলমে বলের গ্রিপ, সুইং, রিভার্স সুইং, ইয়র্কার শেখাচ্ছেন। এই মুহূর্তে পেসারদের ইনজুরি নিয়ে শঙ্কায় টিম ম্যানেজমেন্ট। যা কঠিন চ্যালেঞ্জ ডোনাল্ডের জন্য। হাসানকে নিয়ে সাকিব বাহিনীর পেস অ্যাটাকের  অভিজ্ঞতা বেশি নয়। স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ পেসার মুস্তাফিজ। ৬৯ টি-২০ ম্যাচে উইকেট পেয়েছেন ৯১টি। সাইফুদ্দিন ২৯ টি-২০ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন। তাসকিন দ্বিতীয় অভিজ্ঞ পেসার। ৩৫ ম্যাচে তার উইকেট ২৩টি। হাসান খেলেছেন মাত্র ৩ টি-২০ ম্যাচ। ইবাদত অভিষেকের অপেক্ষায়। সব মিলিয়ে ৫ পেসার ১৩৬ টি-২০ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১৪৮টি। 

সর্বশেষ খবর