সোমবার, ২২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঢাকায় নেমেই মিরপুরে ছুটলেন শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় নেমেই মিরপুরে ছুটলেন শ্রীরাম

এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে সাকিব বাহিনীর। শনিবার অনুশীলন শুরু করেছে টাইগাররা। দুটি ২০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবে অনুশীলনে। গতকাল ছিল প্রথম অনুশীলন ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের ‘লাল’ দল ও আফিফ হোসেন ধ্রুব’র ‘সবুজ’ দল। দুই দলের ক্রিকেটাররা যখন ময়দানে ব্যাট ও বলের লড়াইয়ে ব্যস্ত, তখন মিরপুরে উপস্থিত হন ক্রিকেটারদের টি-২০ ক্রিকেটের ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম। টি-২০ ক্রিকেটে নতুনত্বের ডাক দিয়ে শ্রীরামকে নিয়োগ দেওয়া হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের জন্য। চলতি মাসে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে। ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলা শ্রীরাম গতকাল দুপুরে ঢাকায় আসেন। এরপর সরাসরি বিমানবন্দর থেকে মিরপুর স্টেডিয়ামে আসেন। সেখানে তিনি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসসহ নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেন।    টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ বরাবরই নিচের দিকে। এই অবস্থান থেকে উত্তোরণে কোচিং স্টাফে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে বিসিবি।

সর্বশেষ খবর