বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

যুদ্ধের মধ্যেও ফুটবল

ক্রীড়া ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ইউক্রেনের মানুষ দিকবিদিক ছুটে যাচ্ছে। প্রতিদিনই বোমারু বিমান ছুটে যাচ্ছে ইউক্রেনিয়ানদের মাথার ওপর দিয়ে। বোমা পড়ছে কোথাও। কোথাও থেকে শোনা যাচ্ছে মেশিনগানের শব্দ। যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতেও শুরু হয়ে গেল ফুটবলের নতুন মৌসুম। মঙ্গলবার ইউক্রেন প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শাখতার ডনেস্ক প্রথম দিনেই মাঠে নামে। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। গোল শূন্য ড্র করে মেটালিস্ট ১৯২৫ দলের সঙ্গে। এছাড়াও তিনটি ম্যাচ মাঠে গড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর