শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অ্যান্ডারসন-ব্রড দাপটে বিপর্যস্ত প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

অ্যান্ডারসন-ব্রড দাপটে বিপর্যস্ত প্রোটিয়ারা

লর্ডসে আড়াইদিনে ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছিল ইংল্যান্ড। সেই ধাক্কা সামলে নিতে ম্যাঞ্চেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে নতুন করে খেলতে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। গতকাল টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পরেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের আফ্রিকাকে বিধ্বস্ত করেছেন স্বাগতিক দলের দুই বর্ষিয়ান পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। দুই পেসারের সুইং, গতিতে নাকাল হয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১১৯ রান। গতকাল খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লিখেছেন অ্যান্ডারসন। ১৪৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাটিতে ১০০ টেস্ট খেলার বিরল রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। ৯৪ টেস্ট খেলে দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। বর্তমান সময়ে অ্যান্ডারসনের ধারে কাছে রয়েছেন আরেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৯১ টেস্ট। অ্যান্ডারসনের রেকর্ড গড়া টেস্টে কোনো সফরকারী ব্যাটারই সাবলীল ছিলেন না। সর্বোচ্চ ২১ রান করেছেন কিগান পিটারসেন ও কাইলি ভেরেইন।

সর্বশেষ খবর