শিরোনাম
রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কোহলির দিকে তাকিয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

কোহলির দিকে তাকিয়ে ভারত

অনেক দিন থেকে ফর্মে নেই বিরাট কোহলি। তাকে অনেক সমালোচনা হয়েছে। কোহলি নিজেও মানসিকভাবে কিছু বিপর্যস্ত ছিলেন। তবে ক্রিকেট থেকে কিছুটা বিরতি নিয়ে এখন দারুণ চাঙ্গা তিনি। কয়েক দিন আগেই রবি শাস্ত্রী বলেছিলেন, কোহলির মতো ক্রিকেটারের ফর্মে ফেরার জন্য একটি ফিফটির ইনিংসই যথেষ্ট। তাই ফর্মে না থাকলেও পাকিস্তানের বেশি ভয় এই কোহলিকে নিয়েই। এশিয়া কাপের পরেই বিশ্বকাপ। ভারতের সমর্থকরা তাকিয়ে আছেন কোহলির দিকে। সবার বিশ্বাস কোহলি এশিয়া কাপেই তার স্বরূপে ফিরবেন। তারপর বিশ্বকাপে দেখাবেন ক্যারিশমা। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এখন ভারতের মাথাতেই। সব শেষ আসরে তারা ফাইনালে বাংলাদেশকে হারিয়েছে। তবে যেহেতু এবারের ফরম্যাটটি টি-২০, তাই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ পাকিস্তান। আর প্রথম ম্যাচেই সেই চ্যালেঞ্জ নিতে হচ্ছে ভারতকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের শেষ দেখা হয়েছিল বিশ্বকাপে। এই আমিরাতেই। সে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায় ভারত। তবে বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে রোহিত শর্মার দল। আর মহাগুরুত্বপূর্ণ এই সেরা তারকা বিরাট কোহলি ফর্মে ফিরবেন বলে ভারতীয় সমর্থকদের বিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর