রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘পাওয়ার হিটিংয়ে সমস্যা নেই’

ক্রীড়া প্রতিবেদক

‘পাওয়ার হিটিংয়ে সমস্যা নেই’

২০১৮ সালের সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল শেষ বলে। চার বছরের ব্যবধানে ওয়ানডে ক্রিকেটে টাইগারদের গ্রাফ যতটা উপরে উঠেছে ঠিক ততোটাই নিচে নেমেছে টি-২০-তে। চলতি বছর চার সিরিজ খেলে তিনটিতে হার। এই নিম্নগামী অবস্থান থেকে উপরে উঠার পরিকল্পনা করেছে। মাঠে গড়িয়েছে টি-২০ এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ। দুই দুটি আসরের আগে বিসিবি পাল্টে ফেলেছে দলের নেতৃত্ব এবং হেড কোচ। নতুন করে পথ চলতে টাইগার টি-২০ দলের নেতৃত্বে আনা হয়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ২০ ওভারের ফরম্যাটে দায়িত্ব তুলে দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত শ্রীধরন শ্রীরামের হাতে। অস্ট্রেলিয়ার সাবেক সহকারী কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের মেজাজ পাল্টে দিতে। যদিও কাজটি সহজ নয়। দলে নেই পওয়ার হিটিং ব্যাটার। এশিয়া কাপে স্কোয়াডে ওপেনারের ক্রাইসিস। নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও ড্যাসিং ব্যাটার লিটন দাস। তামিম বিদায় বলেছেন টি-২০ ক্রিকেটকে। ইনজুরিতে বাইরে লিটন। তবে দীর্ঘদিন পরে ফিরেছেন এনামুল হক বিজয়। শেষ মুহূর্তে দলভুক্ত হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। সাকিবের নেতৃত্বে টাইগারদের প্রথম ম্যাচ ৩০ আগস্ট বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খানের আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরে খেলতে সাকিব বাহিনী অনুশীলন করছেন। অনুশীলনের ফাঁকে দলের পাওয়ার হিটিং নিয়ে কথা বলেছেন ওপেনার এনামুল হক বিজয়। তিনি বলেছেন দলের ক্রিকেটারদের পাওয়ার হিটিং করার সামর্থ্য রয়েছে, ‘আমি ১০ বছর বিপিএল খেলেছি। আমরা যেরকম মেধাবী ও পরিশ্রমী খেলোয়াড়, এখানে পরিকল্পনা জরুরি পাওয়ার হিটিংয়ের থেকে। কেউই বলতে পারে না এখানে কেউ ছয় বা চার মারতে পারে না। যারা জাতীয় দলে আসে তাদের শতভাগ সামর্থ্য রয়েছে। আমার মনে হয় সবারই সামর্থ্য রয়েছে পাওয়ার হিটিং করার। পাওয়ার হিটিংয়ে সমস্যা নেই।’

সর্বশেষ খবর