রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন সালাম

ক্রীড়া প্রতিবেদক

লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন সালাম

পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন সালাম মুর্শেদী। ২০০৮ সালে বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর নিজেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল পেশাদার লিগ কমিটির সভা ছিল। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সালাম জানান, ‘আগের মতো পর্যাপ্ত সময় দিতে না পারায় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সালাম আওয়ামী লিগের সংসদ সদস্যও। তিনি বলেন, ‘সামনে আমার রাজনৈতিক ব্যস্ততা বাড়বে। সে সঙ্গে ব্যবসায়ের দিকে মনোযোগী হতে হবে। তাই সভাপতি কাজী সালাউদ্দিন ভাইকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমানো যায় কি না। ফেডারেশনের চারটি দায়িত্ব পালন করতে হয়। সালাউদ্দিন ভাই বলেছিলেন আর কিছুদিন দায়িত্বে থাকতে। খুলনায় আমার নির্বাচনী এলাকায় নিয়মিত যেতে হয়। সব শুনে সালাউদ্দিন ভাই বলেছিলেন দেখি কী করা যায়।’

সালাম বলেন, ‘সত্যিই আমার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছিল। তাই ঘোষণা দিয়েই সরে গেলাম।’ সংবাদ সম্মেলনে এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘ফেডারেশন কাপ ও লিগ নিয়মিত রেখেছি। অবশ্য ক্লাবগুলোর সহযোগিতার জন্য তা সম্ভব হয়েছে।’ সালাম বলেন, ‘পেশাদার লিগ কমিটি চালাতে অনেক সময় দিতে হয়। ফিক্সিংয়ের অনেক ব্যাপার-স্যাপার রয়েছে। এগুলো সামলাতে অনেক সময় দিতে হয়। তাতো আমার কাছে নেই।’

সর্বশেষ খবর