মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সাকিবের ১০০তম ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ১০০তম ম্যাচ

মাস কয়েক আগে টেস্ট নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এবার নেতৃত্ব পেয়েছেন টি-২০ ক্রিকেটে। তার নেতৃত্বে বাংলাদেশ অংশ নিচ্ছে এশিয়া কাপ ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপেও রশিদ খান, মোহাম্মদ নবীদের বিপক্ষে শারজাহতে আজ টস করে টি-২০ ক্রিকেটে ১০০ ম্যাচ ক্লাবের সদস্য হবেন দেশসেরা ক্রিকেটার। অবশ্য সাকিবের আগে আরও দ্জুন শততম ম্যাচ ক্লাবের সদস্য রয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সব মিলিয়ে সাকিব হবেন টি-২০ ক্রিকেটে শততম ক্লাবে নাম লেখানো ১৫ নম্বর ক্রিকেটার। সবচেয়ে বেশি ১৩৩ ম্যাচ খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টাইগারদের সাবেক দুই অধিনায়ক মাহমুদুল্লাহ খেলেছেন ১১৯ ম্যাচ এবং মুশফিক ১০০ ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে টি-২০ ম্যাচ খেলার সেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত (সাকিব ছাড়া) ১৪ জন ক্রিকেটার ১০০ ম্যাচ খেলার ক্লাবে নাম লিখেয়েছেন। প্রতিবেশী ভারতের দুজন (রোহিত শর্মা-১৩৩ ও বিরাট কোহলি-১০০), পাকিস্তানের দুজন (শোয়েব মালিক-১২৪ ও মোহাম্মদ হাফিজ-১১৯), আয়ারল্যান্ডের তিনজন (পল স্টার্লিং-১১৪, কেভিন ও’ ব্রায়েন-১১৪, জর্জ ডকরেল-১০৫), ইংল্যান্ডের একজন (ইউয়ান মরগান-১১৫), নিউজিল্যান্ডের দুজন (মার্টিন গাপটিল-১২১, রস টেইলর-১০২), দক্ষিণ আফ্রিকার একজন ডেভিড মিলার-১১৪) এবং ওয়েস্ট ইন্ডিজের একজন (কিয়েরন পোলার্ড-১০১)। মাহমুদুল্লাহ ১১৯ ম্যাচে রান করেছেন ২০৭০ ও উইকেট নিয়েছেন ৩৮টি। ১০০ ম্যাচে মুশফিকের রান ১৪৯৫ এবং ক্যাচ ৪২ ও স্ট্যাম্পিং ২৯। সাকিব ৯৯ ম্যাচে রান করেছেন ২০১০ ও উইকেট নিয়েছেন ১২১টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর