মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

‘শেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম’

‘শেষ ওভারে ১৫ রান দরকার হলেও জিততাম’

৩ বলে দরকার ৬ রান। চতুর্থ বলেই ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে ব্যাট-বলের লড়াইয়ে সেরা হলেন তিনিই। পাকিস্তানকে হারানোর পর হার্দিক বললেন, ‘শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও আমরা জিততাম। শেষ ওভারে স্বাভাবিকভাবে বোলাররা চাপে থাকে।’ শেষ ওভারে প্রথম তিন বলে মাত্র ১ রান হলেও চাপ নেননি ভারতীয় এ অলরাউন্ডার। হার্দিক বলেন, ‘৩ বলে একটি ছক্কা মারাটা এমন কোনো কঠিন কাজ নয় আমি তাই চাপমুক্ত ছিলাম। কারণ, ৩০ গজের মধ্যে পাঁচজন ফিল্ডার ছিল। আমি নিশ্চিত ছিলাম নওয়াজের এক বল ঠিকই বাউন্ডারির বাইরে ফেলতে পারব। তাই ওর ভুলের জন্য অপেক্ষা করছিলাম।’ ২০১৮ সালে এশিয়া কাপে এই দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিপক্ষে বল করার সময় পিঠে চোট পেয়েছিলেন। স্ট্রেচার করে মাঠের বাইরে নিতে হয় তাকে। ৪ বছর পর সেই মাঠে তার রাজকীয় প্রত্যাবর্তন হলো। ২৫ রানে ৩ উইকেট ও ১৭ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস খেলেন।

সর্বশেষ খবর