মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঘরোয়া ফুটবলে বাড়ছে বিদেশির সংখ্যা

অক্টোবরে পেশাদার লিগে দলবদলের পর ফুটবলের নতুন মৌসুম মাঠে গড়াবে। স্বাধীনতা কাপ দিয়েই যাত্রা হবে দেশের এলিট ফুটবলের। এরপর পেশাদার লিগ। বাফুফে চাচ্ছে এবার লিগ চলাকালে কিছুদিন বিরতি দিয়ে ফেডারেশন কাপ শুরু করার। ইউরোপিয়ান ফুটবলে যা হয়ে থাকে। নতুন মৌসুমে বিদেশি ফুটবলারের সংখ্যা বাড়তে পারে। আগে চারজন রেজিস্ট্রেশন করে চারজনই খেলত। এবার পাঁচজন বিদেশি রেজিস্ট্রেশন করা যাবে। তবে খেলতে পারবে চারজন। এর মধ্যে একজন এশিয়ান বাধ্যতামূলক।

ক্লাবগুলোর অনুরোধে বিদেশির সংখ্যা বাড়ছে। তবে কোনো কিছুই চূড়ান্ত নয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজে ব্যস্ত থাকায় সেখানে এবারও ফুটবল হবে না। ভেন্যুর সংখ্যা বাড়তে পারে। এর মধ্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম অন্যতম। নবাগত ফটিস ক্লাব হোম ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বেছে নিচ্ছে।

সর্বশেষ খবর