মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনের মেয়েরা

ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে চার বছর আগের আসরে ফাইনালে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় জাপান। সেই দুঃখ ভুলতে বেশি দেরি করল না স্পেনের মেয়েরা। গতকাল কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে সেই জাপানকে ৩-১ গোলে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো স্পেন। মোক্ষম প্রতিশোধই নিল স্পেনের মেয়েরা!

গতকাল ফাইনালে ১২ মিনিটে ইনমা গ্যাবারো গোল করে স্পেনকে এগিয়ে দেন। এরপর সালমা সিলেস্টে আরও দুটি গোল করেন ২২ ও ২৭ মিনিটে। জাপানের সুজু অ্যামানো ৪৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কমালেও দলের পরাজয় রুখতে পারেননি। এবারের অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইনমা গ্যাবারো। স্পেনের এই মেয়ে ৮ গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতেন। তবে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন জাপানের মাইকা হ্যামানো। সেরা গোলরক্ষক হয়েছেন স্পেনের টেক্সেল ফন্ট।

গতকাল ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণীতে ব্রাজিল ৪-১ গোলে হারায় নেদারল্যান্ডসকে। ব্রাজিলের পক্ষে দুটি গোল করেন টারসিয়ান। এছাড়াও আনা ক্লারা ও ফার্নান্দেজ একটি করে গোল করেন।

সর্বশেষ খবর