শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

৩৮ রানে অলআউট হংকং

ক্রীড়া ডেস্ক

৩৮ রানে অলআউট হংকং

শাদাব খানের (ছবিতে নেই) বলে বোল্ড আয়ুশ শুক্লা - এএফপি

টি-২০ ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি দুঃস্বপ্নের হয়ে রইল হংকংয়ের। পাকিস্তানের দুই স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজের ঘূর্ণিতে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয়েছে আইসিসি সহযোগী দেশ হংকং। যা দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। দেশটির আগের সর্বনিম্ন স্কোর ৬৯, নেপালের বিপক্ষে ২০১৪ সালে চট্টগ্রামে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে। টি-২০ ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর তুরস্কের, ২১। হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে ১৫৫ রানের জয় তুলে সুপার ফোর নিশ্চিত করে বাবর আজমের পাকিস্তান। আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সুপার ফোরে মুখোমুখি হবে। আজ সুপার ফোর শুরু হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। শারজাহতে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৯৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ম্যাচ সেরা ক্রিকেটারের ৫৭ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও একটি ছক্কা। বাঁ হাতি ফখর জামান ৫৩ রান করেন ৪১ বলে। শেষ দিকে খুশদিল শাহ ঝড় তোলেন। ইনিংসের ২০তম ওভারে প্রতিপক্ষের আইজাজ খানের ওপর চড়াও হয়ে ৪ ছক্কায় নেন ২৯ রান। যার তিনটি ছিল আবার শেষ তিন বলে। শাদাব ৮ রানে ৪টি ও নাওয়াজ ৫ রানে ৩ উইকেট নেন।

 

সর্বশেষ খবর