শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে স্টোকস

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডে স্টোকস

প্রথমবারের মতো ইংল্যান্ডকে ৫০ ওভারের বিশ্বকাপ উপহার দিয়েছেন বেন স্টোকস। ফাইনালে অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি। অলরাউন্ডার স্টোকস এখন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ইংলিশ অলরাউন্ডার গড় দেড় বছর ধরে টি-২০ ফরম্যাটে দেশের হয়ে খেলছেন না। শুধু স্টোকস নন, দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেট খেলেননি ক্রিস ওকস, মার্ক উডও। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। স্টোকস, ওকস ও উডকে নেওয়া হয়েছে স্কোয়াডে। বাদ পড়েছেন ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলা জেশন রয়। বিশ্বকাপের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুধু বিশ্বকাপ নয়, পাকিস্তান সফরের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড। সফরে ৬টি টি-২০ ম্যাচ খেলবে জস বাটলারের দল। সিরিজের ম্যাচগুলো- ২০, ২২, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর ও ২ অক্টোবর। এরপর টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাটলার বাহিনী। আসরের আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯, ১২ ও ১৪ অক্টোবর তিনটি টি-২০ খেলবে। ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু ২২ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে। তবে গলফ খেলতে যেয়ে গোড়ালিতে ব্যাথা পান জনি বেয়ারস্টো। তার পায়ে অস্ত্রোপচার করতে হবে। এতে করে বেশ অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরফলে টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। ফলে নতুন ওপেনার খুঁজতে হচ্ছে ইংল্যান্ডকে।

বিশ্বকাপ স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

পাকিস্তান সফরের স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড ও মার্ক উড।

 

সর্বশেষ খবর