শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বকাপের স্বাগতিক তিন দেশ কী সরাসরি বিশ্বকাপে খেলবে? তাহলে কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপ খেলবে কতটি দল? এসব প্রশ্ন নিয়ে বেশ কদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সমাধান দিল ফিফা। কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপ খেলবে ছয়টি দল (৩২ দলের বিশ্বকাপে এ অঞ্চল থেকে তিন বার চারটি দল বিশ্বকাপে অংশ নেয়)। এই ছয় দলের মধ্যে ২০২৬ সালে সরাসরি খেলবে স্বাগতিক তিন দল (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা)। বাকি তিনটি দল বাছাইপর্ব খেলে আসবে। কনকাকাফ অঞ্চল থেকে সাধারণত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলে। এবার এই দুই দল কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে না থাকায় নতুন দলের দেখা মিলবে বিশ্বকাপে। কাতারেই শেষবারের মতো ৩২ দল নিয়ে বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ খবর