সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মুশফিকের অবসরকে সাধুবাদ সতীর্থদের

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের অবসরকে সাধুবাদ সতীর্থদের

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এই অভিজ্ঞ ক্রিকেটার গতকাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। তার অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন।


শফিকের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসার ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে পোস্ট করেন- ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-২০ অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-২০ খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনো ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’

 

‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-২০ ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, ফ্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-২০তে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...’

 

উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘মাঠের ভিতর ও বাইরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা। অনাগত দিনগুলোর জন্য শুভ কামনা মুশফিকুর রহিম ভাই।’ এশিয়া কাপে সাকিব আল হাসানের সহকারী তরুণ ব্যাটার আফিফ  হোসেন ধ্রুব লিখেছেন, ‘আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিকুর রহিম ভাই।’

সর্বশেষ খবর