সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্র্যাঞ্চাইজিতে জাগবে হকি

ক্রীড়া প্রতিবেদক

ফ্র্যাঞ্চাইজিতে জাগবে হকি

আবদুস সাদেক

আজ হকির জন্য স্মরণীয় দিন। ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে চুক্তি হতে যাচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস এর সঙ্গে। দেশের হকির ইতিহাসে বড় চুক্তি। ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে প্রথম উদ্যোগ নিয়েছিলেন যাকে হকির বাতিঘর বলা হয় সেই কিংবদন্তি আবদুস সাদেক। ২০১৭ সালের কথা। অনেক দূর এগিয়েও গিয়েছিলেন সাদেক। কিন্তু নানা প্রতিকূলতায় তা সম্ভব হয়নি। এবার তা আলোর মুখ দেখতে চলেছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস এগিয়ে আসায়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাদেক। তিনি বলেন, ‘হকিতে এমনিতেই স্পন্সররা এগিয়ে আসতে চায় না। সেখানে হকির প্রাণ ফেরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে বড় অংকের পৃষ্ঠপোষকতা। আমি হকি ফেডারেশন ও এইসকে ধন্যবাদ জানায়।’ সাদেক আক্ষেপের সঙ্গে বলেন, ‘যে কোনো কাজে দ্বন্দ্ব ও মতের অমিল হতে পারে। কিন্তু খেলা থাকবে খেলার জায়গায়। ফ্র্যাঞ্চাইজি লিগে জৌলুস থাকবে। বিদেশি কোচ বিদেশি খেলোয়াড়। সবমিলিয়ে আশা করতে পারি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হকি জেগে উঠবে। কর্মকর্তাদের দায়িত্ব আরও বেড়ে গেল। কেননা স্পন্সর থাকলেও এ আসর আয়োজন করতে হবে ফেডারেশনকে। শুরু যখন হচ্ছে এ লিগের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

সাদেক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগ নিঃসন্দেহে হকির জন্য সু-সংবাদ। সম্ভবত এই প্রথম হকির কোনো ঘরোয়া আসর টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে। অনেক দর্শকই এ খেলা দেখতে পারবেন। এ জন্য আমি আগাম ধন্যবাদ জানাই দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস কর্তৃপক্ষকে। তবে এক আসর নিয়ে পড়ে থাকলে চলবে না। প্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ ও ছেলে-মেয়েদের স্কুল হকি নিয়মিত হতে হবে। জানিনা ফেডারেশন স্পন্সর হিসেবে কত টাকা পাবে। আমার অনুরোধ থাকবে বাড়তি অর্থ থাকলে তা যেন হকি উন্নয়নে ব্যায় করা হয়। সুযোগ যখন এসেছে তা কাজে লাগাতে হবে।’

সর্বশেষ খবর