মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ-মালদ্বীপ মুখোমুখি

সাবিনাদের স্বপ্নের মিশন শুরু

অতীত অতীতই। এবার ঘুরে দাঁড়াতে চাই। লক্ষ্য অবশ্যই শিরোপা। তবে ধাপে ধাপে এগোতে চাই

ক্রীড়া প্রতিবেদক

অতীত নিয়ে ভাবতে চাই না। এবার ঘুরে দাঁড়াতে চাই। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মাঠে নামার আগে এমনটিই বললেন অধিনায়ক সাবিনা খাতুন। নেপালে আয়োজিত নারী জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ আজ উদ্বোধনী ম্যাচে লড়বে মালদ্বীপের বিপক্ষে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালদ্বীপ পুরুষ দল বেশ শক্তিশালী। তবে নারী ফুটবল দল ততটা নয়। তাই আজকের ম্যাচে বাংলাদেশকে ফেবারিট বলা যায়। বাংলাদেশের বাড়তি সুবিধাও পেতে পারে। অধিনায়ক সাবিনা খাতুন ২০১৫ ও ২০১৬ সালে মালদ্বীপ লিগে পুলিশের হয়ে খেলেছে। এই দলের জাহিয়া, মাইশা ও গোলরক্ষক লিজিসহ আরও ক’জন পুলিশ দলে ছিলেন। সে ক্ষেত্রে মালদ্বীপের দুর্বল দিকগুলো ভালোভাবে জানা আছে বাংলাদেশের অধিনায়কের। 

সাবিনা বলেন,  শুধু পুলিশের নয়। মালদ্বীপের বেশ কজন ফুটবলারের পারফরম্যান্স আমার জানা। তার মানে এই নয় যে তাদের দুর্বলতা কাজে লাগিয়ে আমরা জিতে যাব। আমাদের মতো মালদ্বীপও জয়ের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। তাই জিততে হলে সেরাটাই দিতে হবে। শুরুতে জয় পেলে মনোবল বেড়ে যাবে।’ সাবিনা বলেন, ‘আমাদের জাতীয় দল এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। একবার রানার্সআপই বড় প্রাপ্তি। যাক অতীত অতীতই। এবার ঘুরে দাঁড়াতে চাই। লক্ষ্য অবশ্যই শিরোপা। তবে ধাপে ধাপে এগোতে চাই।’

কোচ গোলাম রব্বানী ছোটনও বলেন, ‘নারী দলে যত সাফল্য তা বয়সভিত্তিক টুর্নামেন্ট ঘিরে। এবার জাতীয় দল এই আসরের চেনা দৃশ্যের পরিবর্তন আনতে চায়। মেয়েদের ওপর আমার আস্থা রয়েছে।’ ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘শুরুতে জয় পেয়ে আমরা সামনে এগোতে চাই।’

সর্বশেষ খবর