বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

২৩ হলো না নাদালের

শেষ আটে সোয়াটেক

ক্রীড়া ডেস্ক

২৩ হলো না নাদালের

ক্যারিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তবে কোয়ার্টার ফাইনালেই উঠতে পারলেন না তিনি। চতুর্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোর কাছে চার সেটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে পরাজিত হয়েছেন নাদাল। পুরুষ এককে শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে কোয়ার্টার ফাইনালে টিকে আছেন কেবল তিন জন (তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ, পঞ্চম বাছাই ক্যাসপার রুড এবং নবম বাছাই আন্দ্রে রুবলেভ)।

পরাজিত হওয়ার পর নাদাল বলেন, ‘আমি তাকে (টিয়াফোকে) পেছনে ফেলতে পারিনি। টেনিস হচ্ছে এমন এক খেলা যা প্রায়ই সঠিক অবস্থানে থাকার ওপর নির্ভর করে। আপনাকে অনেক বেশি দ্রুততার সঙ্গে স্থান পরিবর্তন করতে হবে। পাশাপাশি তারুণ্যও থাকতে হবে। আমি এখন সেই অবস্থানে নেই।’ টিয়াফো কোয়ার্টার ফাইনালে রাশিয়ার আন্দ্রে রুবলেভের মুখোমুখি হবেন। স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ ক্রোয়েশিয়ার ম্যারিন চিলিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তিনি শেষ আটে মুখোমুখি হবেন ইতালির জ্যানিক সিনারের।

ইউএস ওপেনে মেয়েদের এককের শীর্ষ বাছাই পোলিশ তারকা ইগা সোয়াটেক কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তিনি চতুর্থ রাউন্ডে জার্মানির জুলে নিমিয়ারকে ২-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়েছেন। প্রথম সেটে হারলেও পরের দুই সেট জিতে নেন সোয়াটেক। তবে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। তাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অস্টম বাছাই জেসিকা পেগুলা। এছাড়াও মেয়েদের এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ষষ্ঠ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা। তিনি ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সকে। ভিক্টোরিয়া আজারেঙ্কা তিন সেটের লড়াইয়ে হেরেছেন ক্যারোলিনা প্লিসকভার কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর