বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

ইমরানদের গোল উৎসব কি আজও

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপে তিন দল। তাই প্রথম ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে সেই ম্যাচ জিতে বাংলাদেশ এখন নিরাপদে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করেছে লাল-সবুজরা। অনেক দিন পর যে কোনো টুর্নামেন্টে পুরুষ দল বড় ব্যবধানে জিতল। আজ আবার মাঠে নামছে যুবারা। প্রতিপক্ষ মালদ্বীপ। দেশটির জাতীয় দল শক্তিশালী হলেও বয়সভিত্তিকে আবার ততটা সুবিধা করতে পারে না। ম্যাচে বাংলাদেশই ফেবারিট। উজ্জীবিত হয়ে মাঠে নামবে ইমরানরা। বাংলাদেশ কি দ্বিতীয় ম্যাচেও গোল উৎসব করবে?

মাঠে নামার আগে কলম্বোতে হালকা অনুশীলন করেছে। মালদ্বীপ কেমন দল তা নিয়ে ভাবছে না কেউ। বাংলাদেশের লক্ষ্য একটাই জয়। মালদ্বীপও জিততে নামবে। তাই সতর্ক হয়ে খেলবে ইমরানরা। ড্র করলেও সেমিফাইনাল নিশ্চিত। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন। হারলেও বিদায় নেবে না বাংলাদেশ। তখন শ্রীলঙ্কা ও মালদ্বীপের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে। বাংলাদেশের বড় সুবিধাটা হচ্ছে প্রথম ম্যাচই ৫ গোল দিয়েছে। তাই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে টিকে যাবে ইমরানরা। শুধু অপেক্ষায় থাকতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়ে সেমিতে খেলবে।

সর্বশেষ খবর