বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা’

‘আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি নিজে সবসময়ই আত্মবিশ্বাসী। ইতিবাচক আমি। জিততে চাই আমি। আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় রাখি।’

ক্রীড়া প্রতিবেদক

‘বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা’

খালেদ মাহমুদ সুজন

ওয়ানডে ক্রিকেটে যতটা ভালো ক্রিকেট খেলে বাংলাদেশ, ঠিক তার বিপরীত চিত্র টি-২০ ক্রিকেটে। ওয়ানডেতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো ক্রিকেট পরাশক্তি হয়তো নয়, কিন্তু মাঠের লড়াইয়ে প্রবল প্রতিপক্ষ। নিয়মিতই ম্যাচ জিতে মাঠ ছাড়ছে। কিন্তু ২০ ওভারের ফরম্যাটে টাইগাররা ম্যাচ জয়ের উচ্ছ্বাসে মাতে কালে-ভদ্রে। গত টি-২০ বিশ্বকাপ থেকে সর্বশেষ এশিয়া কাপ পর্যন্ত টি-২০ ক্রিকেটে ১৩ ম্যাচে জয় সাকল্যে ২টি। বাকি ম্যাচগুলোতে হেরেছে একপেশে লড়াইয়ে। এশিয়া কাপের গ্রুপপর্ব টপকাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের ব্যর্থতার পর দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। গত জুলাইয়ে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দুই সিনিয়র ক্রিকেটার নেই। সিনিয়রদের মধ্যে রয়েছেন শুধুমাত্র সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়র ক্রিকেটাররা ধারাবাহিক পারফরমার নন। নতুন বলের ওপেনার নেই। নেই পাওয়ার হিটিং ব্যাটার। তারপরও দলের ক্রিকেটারদের উপর আত্মবিশ্বাস রেখে টাইগারদের ‘টিম ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন বিশ্বাস করেন টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ, ‘আত্মবিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমি নিজে সবসময়ই আত্মবিশ্বাসী। ইতিবাচক আমি। জিততে চাই আমি। আমি মনে করি যে, আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়নও হতে পারি। আমি এটা মাথায় রাখি।’ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ২৪ অক্টোবর, ২৭ অক্টোবর, ৩০ অক্টোবর, ২ নভেম্বর ও ৬ নভেম্বর।

টি-২০ ক্রিকেটে উন্নতির জন্য অধিনায়ক ও হেড কোচের পরিবর্তন এনেছে বিসিবি। মাহমুদুল্লাহকে সরিয়ে সাকিবকে অধিনায়ক এবং হেড কোচের পদ থেকে রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীধরন শ্রীরামকে। টেকনিক্যাল কনসালটেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়া কাপ এবং ব্যর্থ হয়েছেন। তার কাজ নিয়ে মিডিয়ার মুখোমুখিতে টিম ডিরেক্টর বলেন, ‘শ্রী-এর ব্যাপারে এখনই মন্তব্য করা একটু দ্রুত হয়ে যায়। তারপরও বলবো আমি খুবই খুশি, এশিয়া কাপে তার কাজের ধরন দেখে। ওর যে ক্রিকেট দর্শন, যেভাবে চিন্তা করে ও ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, আমি পছন্দ করেছি।’ নতুন অধিনায়ক ও কোচকে নিয়োগ দেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। দলকে দ্রুত তলানি থেকে টেনে তোলা সহজ নয় মানছেন খালেদ মাহমুদ, ‘টি-২০ ফরম্যাটে  দল হিসেবে আমরা অনেক নিচে। এর নিচে যাওয়ার জায়গা নেই। এখান থেকে একটাই পথ আছে, আমরা যত তাড়াতাড়ি ওপরে উঠতে পারি। অবশ্যই আমরা ওপরে উঠব, শক্তিশালী একটা দল হব এই ফরম্যাটেও। তবে সময় নেবে সেটা। আমাদের সবাইকে সেটার জন্য ধৈর্য ধরতে হবে।’

সর্বশেষ খবর