বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবিনারাও জিতলেন বড় ব্যবধানে

মালদ্বীপ শুরুর দিকে সমান তালে খেললেও সাবিনাদের নৈপুণ্যের সামনে দাঁড়াতে পারেনি। তবুও গোলের দেখা মিলছিল না। ৩১ মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের ফুটবলে মালদ্বীপ কখনো বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারে না। তাই শুরুতে সাবিনারা জয় পাবেন এ নিয়ে কারোর সংশয় ছিল না। নারী ফুটবলে মালদ্বীপের কাছে হার নয় ড্র করাটাই বড় লজ্জা হতো বাংলাদেশের। যাক কোনো অঘটন ঘটেনি, প্রত্যাশিত জয় পেয়ে সাফ চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করেছে। জয়ের পর আর কোনো কথা থাকে না। তবুও প্রশ্ন উঠেছে এ জয় নিয়ে সাবিনারা কতটা সন্তুষ্ট? কেননা মালদ্বীপ যে মানের দল তাতে গোলের সংখ্যা হাফ ডজন হলেও অবাক হওয়ার কিছুই হতো না। মালদ্বীপ শুরুর দিকে সমান তালে খেললেও সাবিনাদের নৈপুণ্যের সামনে দাঁড়াতে পারেনি। তবুও গোলের দেখা মিলছিল না। ৩১ মিনিট পর্যন্ত গোল শূন্য ছিল। ৩২ মিনিটে অধিনায়ক সাবিনার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপরই মালদ্বীপ নিস্তেজ হয়ে যায়। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ। এবার গোলদাতা মাসুরা পারভীন। ৪০ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকায় মনে হচ্ছিল বাংলাদেশের গোলের সংখ্যা বাড়াবে এবং সাবিনার হ্যাটট্রিকও পূরণ হবে। কিন্তু সহজ সহজ সুযোগ পেয়েও গোলের সংখ্যা বাড়ানো যায়নি। ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়াই। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। ১৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ।

সর্বশেষ খবর