শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

লেবানডস্কির হ্যাটট্রিকে উড়ছে বার্সা

ক্রীড়া প্রতিবেদক

লেবানডস্কির হ্যাটট্রিকে উড়ছে বার্সা

পোলিশ স্ট্রাইকার রবার্ত লেবানডস্কি। গোল করাই যার একমাত্র কাজ। ধারাবাহিকভাবে গোল করেন বলে ‘গোল মেশিন’ও বলা হয় তাকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পরিচিত মুখ। চলতি মৌসুমে নাম লিখেছেন স্প্যানিশ ফুটবল পরাশক্তি বার্সেলোনায়। লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকেই হোঁচট খাচ্ছে কাতালান ক্লাবটি। এই অবস্থার পরিত্রাতা হিসেবে ক্লাবটিতে আবির্ভূত হয়েছেন পোলিশ স্ট্রাইকার। বার্সার জার্সি গায়ে গোল করেই চলেছেন। পরশু রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে প্রথমবার খেলতে নামেন চ্যাম্পিয়ন্স লিগে। নেমেই ইতিহাস গড়েন হ্যাটট্রিক করে। চ্যাম্পিয়ন্স লিগে লেবানডস্কি একমাত্র ফুটবলার যিনি তিনটি ক্লাবের পক্ষে হ্যাটট্রিকের বিরল কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে তিনি দুই জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক করেছেন। বায়ার্নের পক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তার হ্যাটট্রিক ৪টি। লেবানডস্কির হ্যাটট্রিকে বার্সেলোনা ৫-১ গোলে বিধ্বস্ত করেছে চেক রিপাবলিকের দল ভিক্টোরিয়া প্লাজেনকে। চ্যাম্পিয়ন্স লিগে পরশু রাতে ইতালিয়ান ক্লাব নেপোলি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। বার্সেলোনা গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে।  এ ছাড়া অ্যাজাক্স ৪-০ গোলে গ্লাসগো রেঞ্জার্স, ক্লাব ব্রুগে ১-০ গোলে বেয়ার লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ৩-০ গোলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং টটেনহ্যাম হটর্স্পাস ২-০ গোলে হারিয়েছে অলিম্পিক মার্সেইকে।

সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। যদিও গত মৌসুমে শিরোপার ধারে-কাছেও ছিল না দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছিল। গত দুই দশকে প্রথমবারের মতো ইউরোপা লিগে অংশ নেয়। চলতি মৌসুমে লেবানডস্কিকে দলভুক্ত করে নতুনভাবে পথচলা শুরু করেছে। পরশু রাতে ঘরে মাঠে প্রতিপক্ষ দলকে ভেঙেচুড়ে দিয়েছে ফার্নান্দেজের শিষ্যরা। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল দখলে রেখেছিল। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ১৩ মিনিট ব্যবধান ১-০ করেন কেসি। ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন লেবানডস্কি। প্রথমার্ধের নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন লেবানডস্কি। ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লেবানডস্কি। এই হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল সংখ্যা ৮৯টি। তার উপরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ১৪০ ও মেসি ১২৫। ৭১ মিনিটে ব্যবধান ৫-০ করে বদলি খেলোয়াড় টরেস। প্লাজমার পক্ষে ব্যবধান কমান সিকোরা।   

সর্বশেষ খবর