শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বাছাইপর্ব খেলতে ঢাকা ছাড়লেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

বাছাইপর্ব খেলতে ঢাকা ছাড়লেন নিগাররা

২০১৪ সাল থেকে নিয়মিত টি-২০ মহিলা বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। অবশ্য গত চার আসরের মূলপর্বে খেলেছে বাছাইপর্বের ব্যারিয়ার টপকে। এবারও মূলপর্বে খেলতে বাছাইপর্ব টপকাতে হবে নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলমদের। ৮ দলের বাছাইপর্ব খেলতে আবুধাবির উদ্দেশ্যে গতকাল রাতে ঢাকা ছেড়েছে মহিলা ক্রিকেট দল। ঢাকা ছাড়ার আগে মহিলা দলের অধিনায়ক নিগার দলের টার্গেট মূলপর্ব খেলা বলেন, ‘আমরা মূলপর্বে খেলতে চাই। আমি মনে করি সেই শক্তিমত্তা আমাদের রয়েছে। সত্যি বলতে, আমরা বাছাইপর্ব চ্যাম্পিয়ন হতে চাই। ব্যাটার ও বোলাররা যদি নিজেদের কাজগুলো করতে পারে, তাহলে আমরা টার্গেট পূরণ করতে পারব।’  টি-২০ বিশ্বকাপ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায়। ২০২৪ সালের আয়োজক বাংলাদেশ।

২০১৪ সালেও টি-২০ বিশ্বকাপের আয়োজন করেছিল বাংলাদেশ। বাছাইপর্বে খেলবে মহিলা দল খেলবে ‘এ’ গ্রুপে। বাছাইপর্ব শুরু ১৮ সেপ্টেম্বর এবং একই দিন নিগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ড ও ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ। ‘বি’ গ্রুপের চার দল থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

 ২৩ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল ২৫ সেপ্টেম্বর।

বাছাইপর্ব খেলে এসে নিগাররা ঘরের মাঠে অংশ নেবেন এশিয়া কাপে। বাংলাদেশ বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ২০১৮ সালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

সর্বশেষ খবর