শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রস্তুতি ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

এখনো টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ। দুই-তিনদিনের মধ্যে টাইগারদের ক্যাম্প শুরু হবে। এশিয়া কাপে অংশ নেওয়া ক্রিকেটার ছাড়াও টি-২০ ফরম্যাটের ভালো করছেন এমন ক্রিকেটারদের নিয়েই হবে ক্যাম্প। ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম তিনদিন ক্রিকেটারদের কাছ থেকে দেখে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে। অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বরে। সাকিব বাহিনী মূল পর্বে খেলবে। মূল পর্বে সাকিব বাহিনীর প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব টপকে আসা দুই দল। মূল পর্বের দলগুলো মূল মঞ্চে নামার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সূচি গতকাল ঘোষণা করেছে আইসিসি। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১৭ অক্টোবর প্রতিপক্ষ রশিদ খান, মোহাম্মদ নবীদের আফগানিস্তান। ১৯ অক্টোবর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রস্তুতি ম্যাচগুলো হবে ব্রিসবেনের স্যার অ্যালান বোর্ডার গ্রাউন্ডে।

টি-২০ বিশ্বকাপের আগে সাকিব বাহিনী তিন জাতির টি-২০ টুর্নামেন্ট খেলবে নিউজিল্যান্ডে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ পাকিস্তান। তিন জাতির টুর্নামেন্টে ৭ অক্টোবর টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান, ৯ অক্টোবর নিউজিল্যান্ড, ১২ অক্টোবর নিউজিল্যান্ড এবং ১৩ অক্টোবর পাকিস্তান। ম্যাচগুলো হবে ক্রাইস্টচার্চে। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ১৬ অক্টোবর। মূল মঞ্চে সাকিব বাহিনীর প্রথম ম্যাচ ২৪ অক্টোবর হোবার্টে, প্রতিপক্ষ বাছাইপর্ব টপকে আসা দল। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকা, ৩০ অক্টোবর ব্রিসবেনে বাছাইপর্বের দলের বিপক্ষে, ২ নভেম্বর অ্যাডিলেডে ভারত এবং ৬ নভেম্বর অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে।

 

সর্বশেষ খবর