শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হকির ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে মেট্রো এক্সপ্রেস

ক্রীড়া প্রতিবেদক

স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এসিই এবং হকি ফেডারেশনের সঙ্গে স্পন্সরের চুক্তি ও চেক হস্তান্তরের পর ফ্র্যাঞ্চাইজি লিগ এখন মাঠে গড়ানোর অপেক্ষায়। আগামী মাসেই হকি জাগরণে নতুন এই টুর্নামেন্টের পর্দা উঠবে। ফ্র্যাঞ্চাইজি লিগে ছয় দল অংশ নেবে। তবে চুক্তি স্বাক্ষর দিনে পাঁচটি দল রূপায়ন গ্রুপ, ওয়ালটন গ্রুপ, একমি গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মোনার্ক মার্টের নাম ঘোষণা করা হয়। ষষ্ঠ দল হিসেবে আরও একটি বড় ব্যবসায়ী গ্রুপ টুর্নামেন্টে অংশ নেবে বলে সেদিন জাঁকজমক অনুষ্ঠানে ঘোষণা করা হয়। দুই দিন পরই সেই দলের নাম জানানো হয়েছে। গতকাল হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে ষষ্ঠ দল হিসাবে অংশ নেবে মেট্রো এক্সপ্রেস। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লায়ন রিয়াজুল ইসলাম তা নিশ্চিত করেছেন।

দল ঘোষণার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (বিসিটি) মাঠে নামাতে কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ জানান, দেশে প্রথমবারের মতো হকির ফ্র্যাঞ্চাইজি লিগ হতে যাচ্ছে। তাই টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে হবে। লটারির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়রা ছয় দলে খেলবে। চারজন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করা হলেও দলে খেলতে পারবে ৩ জন করে। বিদেশি কোচও আসবে। লোকালের পাশাপাশি বিদেশি আম্পায়ার থাকবে। অনেক কাজ বাকি। নির্বাহী কমিটির সদস্যরা ব্যস্ততার মধ্যে দিনপার করছে।

সর্বশেষ খবর